ইসরাইলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের পাশে ফুটবলাররা
ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইলের হামলার প্রতিবাদ জানিয়েছেন তারকা ফুটবলাররা। ফিলিস্তিনে হত্যা বন্ধে বিশ্ব-নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিয়েছেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ। প্রতিবাদ জানিয়েছেন পল পগবা, রিয়াদ মাহারেজ, ফ্রাঙ্ক রিবেরিরা।
মৃত্যু আতঙ্কে প্রতিটি মূহূর্তে ফিলিস্তিনিরা। আবারো সহিংস হয়ে উঠেছে ইসরাইল ইহুদিরা। যুগ যুগ ধরে বর্বর ও নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরাইল। ইহুদিবাদি ইসরাইলের সেনারা একদিন আগে জেরুজালেমের আল আকসা মসজিদে গুলি চালায়। নিহত হয় ৩০ জন, আহত অনেকে; মানুষ হত্যায় ইসরাইলের নিন্দায় প্রতিবাদি আর আবেগি প্রতিক্রিয়া ফুটবলারদের।
লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ বিশ্ব-নেতৃত্বকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গেল কয়েক বছর ধরে প্যালেস্টাইনে সাধারণ মানুষ হত্যা বন্ধে ডাক দিয়েছেন সালাহ।
প্রে ফর ফিলিস্তিন হ্যাশট্যাগে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেঞ্চ তারকা পল পগবা ইনস্টাগ্রামে লিখেছেন, বিশ্বে এখন প্রয়োজন শান্তি আর ভালোবাসা। ম্যানসিটি সুপার স্টার রিয়াদ মাহারেজও ফিলিস্তিনকে সহমর্মিতা জানিয়েছেন।
তার্কিশ ক্লাব ফেনেরবাখের সেনেগাল ফুটবলার মেমে থিয়াম আরবিতে পোস্ট দিয়ে লেখেন, আল আকসা, আমার হৃদয়ে আছো তুমি।
লিভারপুলের সেনেগাল তারকা সাদিও মানে বলছেন, ফ্রি প্যালেস্টাইন।
দিন দুয়েক আগে প্যালেস্টাইনের সাথে সহমর্মিতা জানাতে ম্যাচের শুরুতে কেফিয়াহ পরেন চিলির ফুটবলাররা। তারপর থেকেই ফিলিস্তিনের ওপর ইসরাইলের নিন্দনীয় হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে সরব হতে থাকেন একের পর এক ফুটবলার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত