চিতলমারীতে উপজেলা শিক্ষা অফিসের মতবিনিময় সভা

| আপডেট :  ২৫ আগস্ট ২০২১, ০৭:৪৮  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২১, ০৭:৪৮

সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে করোনাকালীন পাঠদান ও করোনা-উত্তর পাঠদান বিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অংশগ্রহণে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যাবহার করে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, এস এম আলী আকবর, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মামুন হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর রীনা রানী প্রমুখ। মতবিনিময় সভায় বক্তরা করোনাকালীন ও করোনা-উত্তর সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের ক্ষেত্রে বিভিন্ন কলা-কৌশল ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেণ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত