জনতা ব্যাংকের সহায়তায় দুমকিতে ত্রাণ বিতরণ
জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জনতা ব্যাংক লিমিটেড বরিশাল অঞ্চলের আর্থিক সহায়তায়(কোভিড-১৯) মহামারি প্রাদুর্ভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ্য অসহায়, দুস্থদের মাঝে (২৬ আগষ্ট) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ অডিটোরিয়াম কক্ষে শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্যবিধিমেনে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জনতা ব্যাংক লিঃ বরিশাল অঞ্চলের মহাব্যবস্থাপক ও আজিজ আহম্মেদ কলেজের গভর্ণিং বডির সভাপতি আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হক, প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও জনতা ব্যাংক লিমিটেডের কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষক কর্মচারী, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
খাদ্যসহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ , ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ লবন কেজি ও সাবান ইত্যাদি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত