পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন কানাডার আলোচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৬ জানুয়ারি) এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স।
দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে ছিলেন ট্রুডো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে চাপে পড়েন তিনি। দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন ট্রুডো। বর্তমান সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পায়। বিরোধীরা তো বটেই তার নিজ দলের মধ্য থেকেও পদত্যাগের দাবি উঠছিল।
এর আগে নিজ দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো। আগামী অক্টোবরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন। তার পদত্যাগে বড় ধরণের সংকটে পড়লো তার দল লিবারেল পার্টি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত