কাবুল বিমানবন্দর নিয়ে আশার কথা জানাল কাতার

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৭  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৭

দ্রুত কাবুল বিমানবন্দর চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরাহমান। তিনি জানান, কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তার জন্য তারা তুরস্কের সঙ্গে কাজ করছেন।

এর আগে বুধবার তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে কাতারের একটি টিম বিমানবন্দরে কারিগরি সহায়তা দেওয়ার জন্য আফগানিস্তানে অবতরণ করেছে।

সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সকল সেনা আফগানিস্তান ত্যাগ করে। এরপর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে বিমানবন্দরটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এছাড়া তালেবান বিমানবন্দর চালাতে তুরস্ক ও কাতারের সহায়তা চেয়েছে। কারণ এই মুহূর্তে বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের দক্ষ জনবলের অভাব রয়েছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরাহমান বলেন, আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং দ্রুত কাবুল বিমানবন্দর চালু করতে পারব বলে আশাবাদী। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে সুখবর শোনা যাবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত