চিতলমারীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়ার ওয়ার্ড সভা

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:২৯  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:২৯

সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর ২ নং কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়া বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করে কলাতলা ইউনিয়নকে আবারও আওয়ামী লীগের ঘাটি হিসেবে প্রমানিত করতে হবে। যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালবাসে তারা কখনো নৌকার বিরধীতা করতে পারে না। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ রতœ শেখ হাসিনার মনোনিত প্রার্থীকেই আপনারা বিজয়ী করবেন এটাই আমাদের প্রত্যাশা। প্রার্থীর ভুল থাকতে পারে কিন্তু নৌকা প্রতীকের কোন ভুল নেই, তাই নৌকা প্রতীকে বিজয়ী করতে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে কাননচক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওয়ার্ড সভায় কলাতলা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়া এসব কথা বলেন।

সভায় কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ সোহরাব হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ তায়জুল ইসলাম তারা মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ইদ্রিস আলী মোল্লা, মোঃ মোজাফ্ফর হোসেন খান, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজ খান, সাংগঠনিক সম্পাদক মহেন্দ্রনাথ রায়, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হোসেন খান, সাধারণ সম্পাদক কমলেশ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদাক মোঃ আকাশ মুন্সী, সাবেক ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগ নেতা মোঃ তানভীর আহমেদ মাটি প্রমুখ।

এ সময় ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেণ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত