দেওবন্দে সন্ত্রাসবিরোধী কেন্দ্র স্থাপন করছে যোগি সরকার
ভারতের উত্তর প্রদেশের সাহরানপুর জেলার দেওবন্দে সন্ত্রাসবিরোধী কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে হিন্দুত্ববাদী যোগি আদিত্যনাথের প্রাদেশিক সরকার। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কওমি ধারার মাদরাসার কেন্দ্রভূমি দেওবন্দ দারুল উলুমের জন্য দুই শ’ বছরের বেশি সময় ধরে স্থানটি পরিচিত।
আফগানিস্তানের নিয়ন্ত্রণ দেশটির সশস্ত্র রাজনৈতিক দল তালেবানের নেয়ার পরপরই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পরিচালিত সরকার।
১৯৯০-এর দশকে আফগানিস্তান-পাকিস্তানের কওমি ধারার মাদরাসার ছাত্ররাই তালেবান প্রতিষ্ঠা করে।
গত ১৭ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা শালাভ মনি ত্রিপাথি এক টুইট বার্তায় বলেন, ‘তালেবানের অরাজকতার মধ্যে, উত্তর প্রদেশ থেকে খবর রয়েছে। যোগিজি সিদ্ধান্ত নিয়েছেন দেওবন্দে কমান্ডো প্রশিক্ষণ কেন্দ্র খুলতে যাচ্ছেন। এই পদক্ষেপ যুদ্ধ প্রস্তুতির সাথে নেয়া হবে।’
আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর থেকেই ভারতে নতুন করে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের মাত্রা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে মুসলিমবিরোধী উগ্র জাতীয়তাবাদী ধারার রাজনীতির অংশ হিসেবেই দেওবন্দে সন্ত্রাসবিরোধী কেন্দ্র স্থাপন করা হচ্ছে। সূত্র : আলজাজিরা ও ইন্ডিয়া টিভি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত