কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

| আপডেট :  ০১ জানুয়ারি ২০২৫, ০৬:০৭  | প্রকাশিত :  ০১ জানুয়ারি ২০২৫, ০৫:৫১

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে ১লা জানুয়ারি ২০২৫ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

র‌্যালিটি আটি বাজার সংলগ্ন জয়নগর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।র‌্যালিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রদলের দীর্ঘ ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, “ছাত্রদল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। এই সংগঠনের ত্যাগ এবং সংগ্রামই আমাদের দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে শক্তি যোগাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‌্যালিটি সম্পন্ন হয়।

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই র‌্যালি ছাত্রদলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ও সমর্থনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আয়োজকদের বিশ্বাস।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত