‘জামায়াতে ইসলামীকে কাছে রাখতে চায় আওয়ামী লীগ’

| আপডেট :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪১  | প্রকাশিত :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪১

ভোটের হিসাব বিবেচনা করে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিজেদের কাছে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল৷ সেই সাথে বিএনপিও জামায়াতে ইসলামীকে পেতে চায় বলে জানান তিনি৷

‘ভোট ব্যাংকের হিসেবে কখনো আওয়ামী লীগ তাদেরকে (জামায়াতে ইসলামীকে) বগলের নিচে রাখতে চায়, আমরাও তাদেরকে বন্ধু হিসেবে পেতে চাই৷ এই বৈশিষ্ট্যটি দুই দলের পক্ষ থেকেই সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে৷’ সাম্প্রতি এক টকশো অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসকল কথা বলেন।

আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিজেদের কাছে রাখতে চায় এ মন্তব্যের পক্ষে সুনির্দিষ্ট কী তথ্য আছে জানতে চাইলে আলাল বলেন, “আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ একসাথে ১৬ জনকে (জামায়াত-শিবিরের নেতা-কর্মী) আওয়ামী লীগে যোগদান করিয়েছেন৷” তিনি জামায়াতে ইসলামী ‘উভচর’ অর্থাৎ জলে, স্থলে দুই জায়গাতেই সুযোগ বুঝে বিচরণ করে বলেও মন্তব্য করেন৷

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কী চায়, কিংবা দলটি যে-কোনো বিরোধী মতকে দমন করতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের সাংসদ ড. হাবিবে মিল্লাত বলেন, জনগণের দল হিসেবে আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন চায়৷ তিনি বলেন, আওয়ামি লীগ জনগণকে সম্পৃক্ত করে জনগণের উন্নয়ন চায়৷

দেশের ইতিহাস সঠিকভাবে সংরক্ষিত হোক এবং অতীত-বর্তমান নিয়ে সত্য ঘটনাগুলো প্রকাশিত হোক সেটিই আওয়ামী লীগ চায়৷

আশির দশক ও নব্বইয়ের দশকের উদাহরণ টেনে তিনি বলেন, সেই সময় স্বাধীনতার বীরত্বগাঁথা সঠিকভাবে জানা যায়নি৷

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেটিও রেডিও-টেলিভিশনে প্রচারিত হয়নি৷ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ধীরে ধীরে এ বিষয়গুলো মানুষ জানতে পারে, বলেন তিনি৷

সম্প্রতি সরকারি দলের নেতৃবৃন্দের মাঝে সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়টি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে- এমন প্রশ্নের জবাবে ড. মিল্লাত বলেন, “দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এটি এখনই সমাধান করতে হবে না৷”

তবে এটিকে সমস্যা হিসেবে উল্লেখ করে ড. মিল্লাত বলেন, “শুধু একটি কবরের কথাই যে বলা হচ্ছে তা কিন্তু নয়৷ এখানে আরো সাতটি থেকে আটটি কবর রযেছে৷ তার মধ্যে অনেকেই আছেন যাদের স্বাধীনতার সময় বিতর্কিত অবস্থান ছিল৷”

স্থপতি লুই আই কানের মূল নকশায় সংসদ ভবনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনেই বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে বলে মনে করেন তিনি৷

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত