চিতলমারীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ওয়ার্ড সভা
সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনের নির্বাচনী ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮ টায় ৩ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে বারাশিয়া বাজারে এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গহর উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, সমাজ সেবক রসুল ভূইয়া, শাহাদাৎ ভূইয়া, আক্কাস আলী ভূইয়া, হোসেন খান, আনারুল শেখ, যুবলীগ নেতা মোঃ সাদেক শেখ, শেরে বাংলা কলেজের সাবেক জিএস রাকিব হোসেনসহ আরো অনেকে। সভাটি সঞ্চালনা করেণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শেখ।
এ সময় ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেণ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত