আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা করতে কাতারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল সোমবার (৬ আগস্ট) দোহায় পৌঁছান তিনি। এই সফরে আফগানিস্তানে এখনও অবস্থানরত মার্কিন নাগরিক এবং দেশ ছাড়তে চাওয়া আফগানদের উদ্ধার তৎপরতা নিয়ে কাতার সরকারের সাথে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে কোনো তালেবান প্রতিনিধির সাথে তিনি সাক্ষাৎ করবেন না বলে জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, ব্লিঙ্কেন সরাসরি তালেবানের সাথে বৈঠকে না বসলেও তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে ওয়াশিংটন। কাতার সফর শেষে জার্মানি যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে ২০ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে আফগান ইস্যু নিয়ে বৈঠক করবেন তিনি।
এদিকে, স্থলপথে আফগানিস্তান ছেড়েছেন চার মার্কিন নাগরিক। এমন তথ্য দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে তারা কোন দেশে গেছেন তা স্পষ্ট করে বলা হয়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত