জানুয়ারি ৫: ভোটার-প্রার্থীবিহীন কলঙ্কিত নির্বাচন দিবস

| আপডেট :  ০৫ জানুয়ারি ২০২৫, ১০:২২  | প্রকাশিত :  ০৫ জানুয়ারি ২০২৫, ১০:২২

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: জানুয়ারি ৫, ২০২৫: আজ থেকে ঠিক ১১ বছর আগে, ২০১৪ সালের জানুয়ারি ৫ তারিখে বাংলাদেশে একটি বিতর্কিত এবং কলঙ্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এদিন দেশের ইতিহাসে ভোটার এবং বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছিল আওয়ামী লীগ। এই নির্বাচনের বিরুদ্ধে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা এবং নিন্দা জারি হয়েছিল।

২০১৪ সালের নির্বাচনে ১৫৪টি আসনে কোনো ধরনের ভোটগ্রহণ হয়নি। বাকি আসনগুলোতে যে ভোট হয়েছিল, সেখানে ৯৫ শতাংশের বেশি ভোটার অংশ নেননি বলে জানা যায়। নির্বাচন কেন্দ্রগুলো ছিল প্রায় ফাঁকা, যা সারা বিশ্বে বাংলাদেশকে এক হাস্যকর অবস্থানে নিয়ে যায়।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচন ছিল বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক ভয়াবহ উদাহরণ। সাধারণ মানুষের অংশগ্রহণহীন এই নির্বাচন দেশের গণতন্ত্রের ভিত্তিকে নড়বড়ে করে দেয়। সরকার সমালোচনার মুখে পড়লেও আজ পর্যন্ত এ ঘটনার জন্য কোনো সুষ্ঠু তদন্ত বা জবাবদিহিতার ব্যবস্থা করা হয়নি।

সেদিনের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে বিরোধী দলের ওপর নির্যাতন, খুন, গুম এবং গ্রেপ্তার চালানো হয়। এরপরও সরকারের পক্ষে ন্যূনতম ভোটার সমর্থন আদায় সম্ভব হয়নি।

গণতন্ত্রের চর্চা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জানুয়ারি ৫ একটি কালো দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। এই দিনটি স্মরণ করে সাধারণ মানুষ আজও গণতন্ত্রের ফিরে আসার প্রত্যাশায় দিন গুনছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত