`সরকারি কর্মকর্তাদের স্যার, ম্যাডাম বলার এমন কোনো নীতি নাই’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, তাদের স্যার ডাকতে হবে না। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলতে হবে এমন কোনো রীতি নেই। স্যার শব্দের বাংলা অর্থ মহোদয়, আর ম্যাডাম শব্দের অর্থ মহোদয়া। রুলস অব বিজনেসে এটা নেই। জনগণের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। দুর্ব্যবহারও একপ্রকার দুর্নীতি। সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে তারা জনগণের সেবক।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে কাজ করতে হবে- সে বিষয়ে বঙ্গবন্ধুর নির্দেশনা তুলে ধরে ফরহাদ হোসেন বলেন, ‘জাতির পিতার নির্দেশনা ছিল যারা সেবা নিতে আসেন তাদের দিকে তাকাও, তারা তোমার বাবার মতো, ভাইয়ের মতো, আত্মীয়ের মতো। সেবা নিতে আসে জনগণ। তাদের টাকায় তোমাদের বেতন হয়।’
বঙ্গবন্ধুর নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে চাই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের সঙ্গে মিশে যেতে হবে। বিভাগীয় কমিশনার থেকে মাঠ প্রশাসনকে আমরা সেই নির্দেশনা দেই। জনগণের সঙ্গে মিশে যেতে হবে। সেক্ষেত্রে এখানে কোনো ভেদাভেদ থাকবে না। হাসিমুখের আচরণ খুব ইমপরটেন্ট। দুর্ব্যবহার দুর্নীতির শামিল, এটা কখনো করা যাবে না। আইনের মধ্যে থেকে সাধ্যমতো সেবা দেওয়ার আচরণ থাকতে হবে।’
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসউদ উল হকের সঞ্চালনায় সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা শাহনূর মিঞাসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত