দল পুনর্গঠনে চট্টগ্রামে বিএনপির কার্যক্রম শুরু

| আপডেট :  ০৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮  | প্রকাশিত :  ০৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮

দীর্ঘদিন পর দল পনর্গঠনে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার বিকেল ৩টায় নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে কর্মিসভার আয়োজন করা হয়েছে। এতে মাঠ পর্যায়ে দল পুনর্গঠনের রূপরেখা ঘোষণা করা হবে। সভায় বিএনপির আওতাধীন ১৫টি সাংগঠনিক থানা এবং ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, মহানগরে দল পুনর্গঠনে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও করোনার প্রাদুর্ভাব, সরকারের নানামুখী প্রতিবন্ধকতা ও হয়রানির কারণে তা বাস্তবায়ন করা যায়নি। এবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার নগর বিএনপির কর্মিসভার পর ১৫টি থানায় সভা করা হবে।

আগামী শনিবার কোতোয়ালি থানা বিএনপির কর্মিসভার মধ্য দিয়ে থানা পর্যায়ে এ কর্মসূচি শুরু হবে। এক মাসের মধ্যে থানা পর্যায়ে কর্মসূচি সম্পন্ন করা হবে। পরে ওয়ার্ড পর্যায়েও একই প্রক্রিয়ায় দল পুনর্গঠন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত