তালেবান সরকারে নেই কোনও নারী সদস্য

| আপডেট :  ০৭ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯  | প্রকাশিত :  ০৭ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে তালেবান আফগানিস্তানে যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তাতে নেই কোনও নারী সদস্য। মঙ্গলবার রাজধানী কাবুলে তালেবানবিরোধী বিক্ষোভে গুলির ঘটনার পর রাতে এই নতুন সরকারের ঘোষণা আসে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষিত সরকারে এখন পর্যন্ত কোনও নারী সদস্যের নাম আসেনি। নারী বিষয়ক মন্ত্রণালয়েও কোনও মন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি দেশের জনগণ নতুন সরকারের জন্য অপেক্ষা করছে। নতুন ঘোষিত সরকার সম্পূর্ণ সরকার নয়। বিভিন্ন পক্ষের প্রতিনিধি নিয়ে পরিপূর্ণ সরকার ঘোষণা করা হবে।

ঘোষিত সরকারে কোনও নারী সংস্য নেই কেন- এমন প্রশ্নে তালেবান কালচারাল কমিশনের আহমেদউল্লাহ ওয়াসিক বলেন, মন্ত্রিপরিষদ এখনও পুরোপুরি ঘোষণা করা হয়নি।

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। অন্তর্বর্তী সরকার ঘোষণার পাশাপাশি আফগানিস্তানকে একটি ‘ইসলামিক এমিরেট’ হিসেবে ঘোষণা দিয়েছেন তালেবান যোদ্ধারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত