ভারতের বিশ্বকাপ দল ঘোষণা, আছেন যারা

| আপডেট :  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫  | প্রকাশিত :  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন শুক্রবার। তার দুই দিন আগে বুধবার (৮ সেপ্টেম্বর) ভারত তাদের ১৫ জনের দল ঘোষণা করে দিলো। এই বিশ্বকাপে তারা দলে ফেরাল রবিচন্দ্রন অশ্বিনকে। মহেন্দ্র সিং ধোনিও থাকছেন এই আসরে, তবে বিরাট কোহলিদের ‘টিম মেন্টর’ হিসেবে। বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। ধোনিকে যুক্ত করার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

শ্রীলঙ্কায় সম্প্রতি সীমিত ওভারের সিরিজে নেতৃত্ব দেওয়া শিখর ধাওয়ানও বাদ পড়েছেন। শ্রেয়াস আইয়ার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর আছেন রিজার্ভ হিসেবে।

অশ্বিনকে ভারতের টি-টোয়েন্টিতে দেখা যায় চার বছরেরও বেশি সময়। ২০১৭ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ কুড়ি ওভারের ম্যাচ খেলেন। ২০১৮ ও ২০১৯ সালের আইপিএলে পাঞ্জাব দলকে নেতৃত্ব দেন, উইকেট নেন ১০ ও ১৫টি। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন এই স্পিনার এবং ৩০.০৭ গড় ও ৭.৬৬ ইকোনমি রেটে ১৩ উইকেট পান। এই বছর আইপিএল স্থগিতের আগেই করোনায় আক্রান্ত পরিবারের পাশে থাকতে সরে দাঁড়ান অশ্বিন, তার আগে ৭.৭৩ ইকোনমি রেটে একটি উইকেট পেয়েছিলেন।

২০০৭ সালে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক ধোনি এবার দলের সঙ্গে থাকছেন। প্রধান কোচ রবি শাস্ত্রী ও অন্য স্টাফদের ‘সমর্থন ও দিক নির্দেশনা’ দিতে কাজ করবেন তিনি।

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্ত্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত