দুই শ মার্কিনি ও বিদেশিকে আফগানিস্তান ছাড়তে দেবে তালেবান
আফগানিস্তান থেকে ২০০ মার্কিন বেসামরিক নাগরিক এবং অন্য কয়েকটি দেশের বেসামরিক নাগরিককে চলে যাওয়ার অনুমতি দিয়েছে তালেবান। ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভাড়া করা একটি বিমানে মার্কিন ও বিদেশি নাগরিকরা কাবুল বিমানবন্দর ছেড়ে যেতে পারবেন।
জানা গেছে, তালেবানের ওপর চাপ প্রয়োগ করে এসব মার্কিনি ও বেসামরিকদের আফগানিস্তান ত্যাগের অনুমতি নিয়েছেন যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খলিলজাদ।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারই তাদের আফগানিস্তান থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র : ফোর্বস, রয়টার্স
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত