আফগানিস্তানে তালেবান ফিরে আসায় ভারতের সেলাই মেশিন শিল্পে ব্যাপক ক্ষতি
তালেবান আফগানিস্তানের পুনরায় নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ভারতে সেলাই মেশিন শিল্পে প্রভাব পড়তে শুরু করেছে। এরফলে সেলাই মেশিন শিল্পে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের। গণমাধ্যমে প্রকাশ, প্রত্যেক বছর যেভাবে আফগানিস্তান থেকে অর্ডার আসে তা আর আসছে না। এর ফলে ব্যবসায়ীরা এটি নিয়ে চিন্তিত। অন্যদিকে, করোনার তৃতীয় সম্ভাব্য ঢেউ দ্বিতীয় বৃহত্তম প্রভাব ফেলেছে। গত সংসদ অধিবেশনেও ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি উত্থাপিত হলেও তার এখনো সমাধান হয়নি। ব্যবসায়ীরা প্রতিনিয়ত সরকারের কাছে পরিত্রাণ দাবি করছেন।
হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর জানিয়েছে, পাঞ্জাবের লুধিয়ানার সেলাই মেশিন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান জগবীর সিং সোখি বলেন, এ সময়ে যখন উৎসব আসতে চলেছে, আফগানিস্তানের ব্যবসায়ীরা এখানে সেলাই মেশিন কিনতে আসেন। তারা সেলাই মেশিন এবং তার যন্ত্রাংশ নগদে কিনে ফিরে যায়। এ ছাড়া তাদের স্থানীয় ব্যবসায়ীর মাধ্যমে প্রত্যেক বছর শুধুমাত্র দেড় লাখ মেশিন আফগানিস্তান থেকে পাকিস্তান বা দুবাইয়ের মাধ্যমে ব্যবসা হয়। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সেলাই মেশিন শিল্প কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে।
জগবীর সিং সোখি নিজেও সেলাই মেশিন তৈরি করেন। তিনি বলেন, এ বছর তার নিজের অনেক গ্রাহকও আসেনি।
গণমাধ্যমের সাথে ফোনালাপে জগবীর সিং সোখি বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ কী তা এখনো জানা যাচ্ছে না। সেজন্য অপেক্ষা করতে হবে। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের ফলে ব্যবসা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে, আফগানিস্তানে ব্যবসা বন্ধ হওয়ার ফলে এর প্রভাব আরো বাড়তে পারে বলে লুধিয়ানার সেলাই মেশিন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান জগবীর সিং সোখি মন্তব্য করেন।
সূত্র : পার্সটুডে
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত