ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১২  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১২

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৭৫টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দক্ষিণে অন্তর্গত ৭৫টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
গত ২ আগস্ট বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আবদুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৪৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর শাখার ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত