পাঞ্জশির দখলে পাকিস্তান ‘জড়িত’- ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইসলামাবাদের
আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা দখলের দাবি করেছে তালেবান। আর তাদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। তবে ইসলামাবাদ জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, এসব অভিযোগ ভিত্তিহীন।
তালেবান কর্তৃক পাঞ্জশির দখলে পাকিস্তান জড়িত এমন সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে চাউর হয়। এরপরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি বিবৃতি দেয়। মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতেখার এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে এমন ভুয়া খবর ছড়ানো হচ্ছে। পাকিস্তানের মানহানি করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করতে এমন বিদ্বেষমূলক অভিযোগ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
‘পাকিস্তান তার শান্তির প্রতিশ্রুতি, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও আফগানিস্তানের সমৃদ্ধির বিষয়টি মেনে চলে’।
গত সপ্তাহে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ করা হয়, পাঞ্জশিরে তালেবানকে সহযোগিতা করতে বিরোধীদের ঘাঁটিতে পাকিস্তানের বিমানবাহিনী হামলা চালিয়েছে। এছাড়া ভারতীয় টিভি চ্যানেল ‘টাইমস নাও’ হামলার একটি ফুটেজও প্রকাশ করে। পাশাপাশি যুক্তরাজ্যের প্রতিরক্ষা সাময়িকী ও ব্রিটিশ প্রতিরক্ষা নিউজের ওয়েবসাইটেও এসব সংবা প্রকাশ করা হয়।
এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল বাবর ইফতেকার এটিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভারতের যুক্তিহীন অপপ্রচার বলে আখ্যায়িত করেন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের ভেতরে যাই ঘটুক, সেখানে পাকিস্তান কিছুই করেনি; সেটা পাঞ্জশির বা অন্য কোথাও হোক। সূত্র: ইয়েনি শাফাক
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত