কৃষকের মেয়ে, সর্বকনিষ্ঠ বাণিজ্যিক পাইলট মৈত্রী
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উপযুক্ত ট্রেনিং নিয়ে ফিরেছেন তিনি। এর পরই রেকর্ড। ১৯ বছরের মেয়ে মৈত্রী পটেল এখন দেশের সবচেয়ে কমবয়সী পাইলট (Youngest Pilot Maitri Patel)। মাত্র ১১ মাসের ট্রেনিংয়ের পরই পেশায় গুজরাত সুরাতের বাসিন্দা, পেশায় কৃষক কান্তি পটেলের মেয়ে মৈত্রী লাইসেন্স পেয়েছেন বাণিজ্যিক বিমান ওড়ানোর। আমেরিকা থেকে সুরাতে পৌঁছে নিউজ ১৮-এর মুখোমুখি হয়েছিলেন মৈত্রী।
শৈশব থেকেই তার আকর্ষণ ছিলো বিমানের প্রতি কিন্তু সেটি বাস্তবায়ন করতে পার হতে হয়েছে অনেক বাধা বিপত্তি। কৃষক বাবাও মেয়েকে পাইলট বানানোর স্বপ্ন দেখতেন। স্বপ্ন পূরণের লক্ষ্যে ইংরেজী মাধ্যমের বিদ্যালয়ে ভর্তি করেছিলেন মৈত্রীকে। কিন্তু দ্বাদশ শ্রেণির পর ব্যয়বহুল ফ্লাইট কোর্সের খরচ যোগাতে পৈত্রিক জমিও বিক্রি করতে হয় মৈত্রীর বাবাকে। ১৮ মাসের ফ্লাইট কোর্স ১১ মাসে সম্পন্ন করে উনিশ বছর বয়সেই ভারতের সর্বকনিষ্ঠ বাণিজ্যিক পাইলট হন মৈত্রী। ইন্ডিয়া টাইমস
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত