পটুয়াখালীতে দেড় হাজার পিচ ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার

| আপডেট :  ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:০১  | প্রকাশিত :  ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:০১

ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে ১ হাজার ৮শ‘ ৪০ পিচ ইয়াবাসহ রাকিবুল ইসলাম মুরাদ (২৫) ও তার মা রাহিমা বেগম (৪৫) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার টাউন জৈনকাঠী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাত দশটার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত মুরাদ টাউন জৈনকাঠী এলাকার খলিল মৃধার ছেলে এবং রাহিমা তার স্ত্রী।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুরাদের ঘরের খাটের তোষকের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতে মুরাদ ও তার মা রাহিমা বেগমকে আসামী করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানয়, মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত