কর্মস্থলে ফেরা অনিশ্চিত অনেক প্রবাসীর
টিকিট কেটেও কর্মস্থলে ফিরতে পারছেন না ৪০ হাজার সংযুক্ত আরব-আমিরাত প্রবাসী। বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় যেতে পারছেন না তারা। ফলে, অনিশ্চিত হয়ে পড়েছে তাদের কর্মজীবন।
ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব চালুর কথা থাকলেও, শুরু হয়নি কার্যক্রম। কবে চালু হতে পারে, তা-ও বলতে পারছে না কেউ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে থাকেন ১৪ লাখ বাংলাদেশি।
করোনার কারণে ছুটিতে দেশে আসার পর এবার আমিরাতে ফেরার অপেক্ষায় দুই লাখ প্রবাসী। টিকিটও কেটেছেন তাদের ৪০ হাজার জন। কিন্তু আমিরাতে ফিরতে ভ্রমণের ৪৮ ঘণ্টা এবং ৬ ঘণ্টা আগের করোনা নেগেটিভের দুটি রিপোর্ট লাগে। দেশে ৪৮ ঘণ্টা আগে রিপোর্ট দেয়ার ব্যবস্থা থাকলেও, বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা।
এদিকে অনতিবিলম্বে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ ২০২০ এর চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ ২০২০ বাস্তবায়ন কমিটি। বেলা ১১ টা থেকে রাজধানীর মহাখালীতে এই কর্মসূচি শুরু করেন তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত