দুমকীতে শিক্ষার মানোন্নয়নে আজিজ আহম্মেদ কলেজে মতবিনিময় সভা

| আপডেট :  ১২ এপ্রিল ২০২৫, ০৭:১৩  | প্রকাশিত :  ১২ এপ্রিল ২০২৫, ০৭:১৩

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়নে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ঐতিহ্যবাহী আজিজ আহম্মেদ কলেজের গভর্নিং বডি’র পূর্নাঙ্গ কমিটির নবনির্বাচিত সভাপতি ও কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আজিজ উদ্দীন আহম্মেদ এঁর মেঝ ছেলের স্ত্রী নাসরীন জাহান কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ আহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র সভাপতি নাসরীন জাহান।

এতে বক্তব্য দেন, গভর্নিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য ও আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, কলেজ প্রতিষ্ঠা পরিবারের অন্যতম সদস্য ও অভিভাবক সদস্য জসিম উদ্দিন হাওলাদার, শিক্ষক প্রতিনিধি ও রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক ইসরাত হোসেন, সাচিবিক বিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক এবাদুল হক, বাংলা বিষয়য়ের প্রভাষক শাহিনা আক্তার, গনিত বিষয়ের প্রভাষক পংকজ কুমার পাল, সেক্রেটারিয়েল সায়েন্স বিষয়ের প্রভাষক দীপক চন্দ্র দাস, ইংরেজি বিষয়ের প্রভাষক মোঃ রিয়াজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ও পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি ও যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মাহফুজা আক্তার, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রভাষক সাকিল আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- কলেজ প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বাবলু, প্রতিষ্ঠা পরিবারের অন্যতম সদস্য ফাহাদ মেহেদী, কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আজিজ উদ্দীন আহম্মেদ এঁর নাতনী সারা সাঈদা বানু, অভিভাবক সদস্য মোঃ আবদুল মোতালেব ও মো. দেলোয়ার হোসেনসহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক গত বছরের ২৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত পত্রে আজিজ আহম্মেদ কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে নাসরীন জাহান এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. আশিকুর রহমানকে মনোনয়ন দিয়েছিল। ওই এডহক কমিটির মেয়াদ ছিল এ বছরের ১৬ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত