আকাশ থেকে বোমা, ভূমি থেকে ট্যাংকের গোলা ছুড়ছে ইসরাইল

| আপডেট :  ১৪ মে ২০২১, ০৭:২২  | প্রকাশিত :  ১৪ মে ২০২১, ০৭:২২

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার পঞ্চম দিন চলছে।গাজা সীমান্তে ইসরাইলি বাহিনী আকাশ থেকে গোলা এবং ভূমি থেকে আর্টিলারি ফায়ার ও ট্যাংক দিয়ে গোলা ছুড়ছে।এতে হামাসের কয়েকটি ভূগর্ভস্থ টানেল ধ্বংস হয়ে যায়। এদিকে ইসরাইলে হামাসের রকেট হামলা অব্যাহত রয়েছে।

বিবিসি বলছে, গাজা শহরের রাতের একটি ভিডিওতে দেখা গেছে ইসরাইলি বাহিনী আর্টিলারি ফায়ার, গান বোটস ও বিমান হামলায় রাতের আকাশ আলোয় ভরে উঠেছে।

সোমবার থেকে শুরু হওয়া ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রায় হাজার খানেক আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ শিশু রয়েছে। এ ছাড়া ৪ শতাধিক ব্যক্তিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। অন্যদিকে ইসরাইলের এক সেনাসদস্যসহ ৭ জন নিহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, শুক্রবার তাদের পদাতিক বাহিনী হামলায় অংশগ্রহণ করেছে। পাশাপাশি বিমান হামলা অব্যাহত রয়েছে। তবে তারা সীমান্ত পেরিয়ে গাজায় ঢোকেনি।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যানতেজ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের জন্য ৯ হাজার রিবার্ভ সেনাসদস্য মোতায়েন করেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত