অস্ট্রেলিয়াকে পরমাণু প্রযুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, যা বলছে চীন

| আপডেট :  ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪০  | প্রকাশিত :  ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪০

অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন প্রযুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এরই মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে তারা। এ চুক্তি বাস্তবায়ন হলে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করতে পারবে অস্ট্রেলিয়া।

বিষয়টি নিয়ে মুখ খুলেছে চীন। দেশটি বলেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন যে চুক্তি করেছে তাতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হবে এবং এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা মারাত্মকভাবে বেড়ে যাবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মারাত্মকভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করছে এবং তারা অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে। একইসঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ক্ষতিগ্রস্ত করছে। সূত্র : পার্সটুডে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত