ইতালিতে কর্মজীবীদের জন্য গ্রিন পাস বাধ্যতামূলক করার ঘোষণা
কর্মজীবীদের জন্য ইউরোপের প্রথম দেশ হিসেবে গ্রিন পাস বাধ্যতামূলক করার ঘোষণা দিলো ইতালি। যে কোনো কাজে- যেমন রেস্তোঁরা, যাদুঘর, জিমে প্রবেশের ক্ষেত্রেও পাসটি বাধ্যতামূলক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে ইতালি। এরই মধ্যে গ্রিন পাস প্রদর্শনে ব্যর্থ হলে কর্মীদের বরখাস্তের নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ। একিদে, এ ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে দেশটির সাধারণ মানুষ।
তারা মনে করেন এ সিদ্ধান্তকে নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ। যদিও ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। তারা দাবি করেছেন, মূলত সব মানুষকে দ্রুত টিকাদানের আওতায় আনতেই তাদের এ সিদ্ধান্ত।সূত্র : বিবিসি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত