বাইডেনের সঙ্গে আলোচনা করবেন এরদোয়ান
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করবেন এরদোয়ান। নিউইয়র্ক সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করবেন। রবিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মধ্য আফ্রিকার দেশ সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরদোয়ান বলেছিলেন, আফগান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ। এসময় তিনি তালেবানের নতুন সরকারের স্থায়িত্ব নিয়েও নিজের সংশয়ের কথা জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে সুবিধাজনক অবস্থানে রয়েছেন এরদোয়ান। কাবুল বিমানবন্দর পুনরায় চালু করতে ওয়াশিংটন ও দোহার সঙ্গে কাজ করছে আস্কারা। ক্ষমতায় আসার আগে এক সাক্ষাৎকারে এরদোয়ানকে একনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্ককে যুক্তরাষ্ট্রের তথাকথিত অংশীদার হিসেবে আখ্যায়িত করেন। মূলত তিনি আস্কারায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনায় ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেন। তালেবান কাবুল দখলে নেওয়ার পর তুরস্ককে গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র হিসেবে আখ্যায়িত করেন তিনি। তুরস্ককে আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত