ঈদের দিনে সড়কে ঝড়লো ১০ প্রাণ

| আপডেট :  ১৪ মে ২০২১, ১০:৫৫  | প্রকাশিত :  ১৪ মে ২০২১, ১০:৫৫

ঈদের দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১০ জন মারা গেছেন। শুক্রবার (১৪ মে) বগুড়ায় দুইজন, চট্টগ্রামে দুইজন, নড়াইলে একজন, ময়মনসিংহে দুইজন, খাগড়াছড়িতে একজন, কুড়িগ্রামে একজন ও কুমিল্লায় একজন মারা গেছেন। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্গটনার বিষয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে এসব দুর্ঘটনার বেশিরভাগই ছিল মোটরসাইকেলে।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর-রানীরহাট ডিসি রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম ও একই উপজেলার সৈয়দ বাড়ি গ্রামের বাসিন্দা মৃত অতিথিরঞ্জন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া।

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে ঘুরতে বের হয়ে এক তরুণ নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হন। নড়াইল-কালিয়া সড়কের পুরুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইবাদুল কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আলমগীর ভূইয়ার ছেলে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। নিহতরা হলো-সবুজ মিয়া (১৫) ও সৌরভ মিয়া (১৪)। তারা দুজনেই জেলার তারাকান্দা উপজেলার ধলিয়াকান্দা এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নাজমুল হোসেন নাঈম (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। দুপুরের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোনছড়া বাজারসংলগ্ন মায়াবিনী লেক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন নাঈম পানছড়ির উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. নাছির হোসেনের ছেলে। সে পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান জামাল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় কানুরকুটি (ফকিরটারি) গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। শুক্রবার বিকেলের দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাড়কের দেওয়ানের খামার গ্রামের আশা অফিসের পাশে এ ঘটনা ঘটে।

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শেকু মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেকু মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মো. গণি মিয়ার ছেলে। তিনি উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় খাদিজা ব্রিকফিন্ডের শ্রমিক ছিলেন।

বগুড়া: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন-মিলন দাস (৩০) ও নুরুন্নবী (২৩)। নিহত মিলন দাস বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পুরান বগুড়া হিন্দু পাড়ার সখা দাসের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোটেম্পু চালক ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় রবিন (২৮) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। একই দিন বিকেলে শাজাহানপুর উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান কলেজছাত্র নুরুন্নবী। নিহত নূরুন্নবী উপজেলার সাজাপুর কাগজীপাড়ার আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া আজিজুল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত