কানাডা নির্বাচন: ট্রুডো আবার ক্ষমতায় ফিরছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল

| আপডেট :  ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯  | প্রকাশিত :  ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮

আবারও লিবারেল পার্টি অল্প ব্যবধানে কানাডার নির্বাচনে জয়ী হয়ে নেতৃত্বে আসতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এ নিয়ে জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো কানাডার নির্বাচনে জয়ী হলেন। কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, ফলাফলের জন্য অপেক্ষা করে আছে সবাই। তবে নির্বাচনে জয় পেয়েও ট্রুডোর দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনো রয়েছে সংশয়। এমনটাই জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো।

নির্বাচনে লিবারেলরা ১৫৬টি আসন পাবে বলে মনে করা হচ্ছে, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের দরকার ছিল ১৭০টি আসন। মিস্টার ট্রুডো নির্ধারিত সময়ের আগে এই আগাম নির্বাচন ডেকেছিলেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায়।

কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দল হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে এবং মোটামুটি ১২২টির মতো আসনে জয়ী হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার মধ্যরাতে মন্ট্রিয়েলে তার সমর্থকদের সামনে দেয়া ভাষণে জাস্টিন ট্রুডো বলেন, এখনো অনেক ভোট গোনা বাকী আছে। কিন্তু আজ রাতে আমরা যা দেখেছি তাতে এটা স্পষ্ট কানাডার মানুষ প্রগতিশীল পরিকল্পনাকেই বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, আপনারা এমন এক সরকারকে বেছে নিয়েছেন যারা আপনার জন্য লড়াই করবে এবং আপনাদের জন্য কিছু করবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত