রাজধানীর পল্লবীতে কোচিং থেকে ফিরে স্কুলছাত্রীর আ’ত্ম’হ’ত্যা

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭

রাজধানীর পল্লবীতে মাহি খান (১৪) নামে এক স্কুলছাত্রীর আ’ত্ম’হ’ত্যা’র খবর পাওয়া গেছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত পৌনে আটটার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহি খান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাগর পাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে। সে মিরপুরের আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকে তার চাচার বাসায় থাকত মাহি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অভিহিত করা হয়েছে।’

মাহির চাচা আতাউর রহমান খান বলেন, ‘মাহির বাবা বাক প্রতিবন্ধী। তার মা তাকে ছোট রেখেই মারা গেছেন। সে বাবা মায়ের একমাত্র সন্তান ছিল এবং আমার কাছে থেকে পড়াশুনা করত।’

আতাউর রহমান আরও বলেন, ‘বুধবার কোচিংয়ে গিয়েছিল। কোচিং শেষে বাসায় ফিরে কাউকে কিছু না বলে তার রুমের দরজা বন্ধ করে রাখে। বেশকিছু সময় পর তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ছিটকিনি ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় পাই। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’ কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা কিছু জানতে পারেননি বলে জানান আতাউর রহমান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত