ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। রবিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বিবিসি ও আল-জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হ্লায়েলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় ফিলিস্তিনিদের তীব্র লড়াই হয়েছে। এতে বিদ্দু এলাকায় তিনজন এবং জেনিন এলাকার পাশে বুরকিনে শিশুসহ আরও দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, নিহতের সংখ্যা ৪ জন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত অভিযোগ করে বলেন, পরিকল্পিত হামলার শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। তারা সেখানে হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযানে গিয়েছিল। এ সময় দু’জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত