ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষক হত্যার সন্দেহভাজন আটক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষিকা সাবিনা নেসাকে হত্যার সন্দেহে পুলিশ ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এই গ্রেফতারকে মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি বলে বর্ণনা করছে।
বিবিসির এক খবরে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ-পূর্ব লন্ডনের এক পার্কে খুঁজে পাওয়া গিয়েছিল সাবিনা নেসার মরদেহ। এই হত্যাকাণ্ড নিয়ে ব্রিটেনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং ঘরের বাইরে নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
পুলিশ বলছে, ইস্ট সাসেক্স থেকে রবিবার ভোরে এই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ড এর আগে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে, যাতে এক ব্যক্তিকে পার্কে ঘটনাস্থলের কাছ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পুলিশ বলেছিল, এই ব্যক্তি হত্যার তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় এর আগেও দুইজনকে আটক করা হয়, তবে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
খবরে বলা হয়েছে, পুলিশের তদন্তে এ পর্যন্ত যেসব তথ্য বেরিয়ে এসেছে, তাতে ধারণা করা হচ্ছে- সাবিনা নেসা গত ১৭ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলা ও হত্যার শিকার হন। এরপর হত্যাকারী তার লাশটি ফেলে রেখেছিল পার্কে ঝোপঝাড়-ঘাসের আড়ালে। পরদিন বিকেলে পার্কের ভেতর দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তির নজরে আসার আগে পর্যন্ত সেখানেই পড়ে ছিল লাশটি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত