যশোরে প্রধানমন্ত্রীর জম্মদিন পালন

| আপডেট :  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪১  | প্রকাশিত :  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪১

যশোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন শেখ ফজলুল হক মণি -আরজু মণি অক্সিজেন ব্যাংকে উদ্যোগে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের সরকারি রামকৃষ্ণ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শেখ ফজলুল হক মনি-আরজু মনি অক্সিজেন ব্যাংকের আয়োজনে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। এরপর বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে রেল রোডস্হ কালীমন্দির এ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা ও বিকালে ফুডগোডাউন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই সকল কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য সচিব দেবাশীষ দাস দেবু। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ শাহিন, সাবেক ছাত্রনেতা তৌফিকুল ইসলাম তিব্বত, নয়ন অধিকারী, কল্লোল বর্মন, অনিক ইসলাম, সঞ্জয় অধিকারী , আরিফ হোসেন অধিকারী, সজীব শীল, পলক বিশ্বাস, কৌশিক , লিখন , সুব্রত রায়, বাপ্পি, আল-আমিন, রাজা, মাহফুজ হাসান সাদ প্রমুখ।

সন্ধায় সংগঠনের অস্হায়ী কার্য্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত