খেলোয়াড় ব্যথা পেয়েছেন বলে প্রধানমন্ত্রী অস্থির, পাপনকে দ্রুত পাঠালেন হাসপাতালে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৫তম জন্মদিন। সাধারণ জীবনযাপন পছন্দ করা প্রধানমন্ত্রী কখনই নিজের জন্মদিন ঘটা করে পালন করেন না। আজ সকাল থেকেই দেশ-বিদেশের বিভিন্ন অঙ্গন থেকে প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছাবার্তা আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আজ কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়েছে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বিসিবি পরিচালক নাঈমুর রহমন দুর্জয়, পেসার তাসকিন আহমেদ, ওপেনার সৌম্য সরকার, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান প্রমুখ। কেক কাটা শেষে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। বাংলাদেশের খেলা থাকলে প্রধানমন্ত্রী যে রাত জেগেও টিভির সামনে থাকেন, সেই ঘটনা উঠে আসে পাপনের স্মৃতিচারণায়।
২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আনামুল হক বিজয়ের ডান কাঁধে চোট পাওয়ার ঘটনাটি নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমরা তো উনাকে (প্রধানমন্ত্রী) বলি ক্রীড়াপাগল। কিন্তু আসলেই তিনি কতটা ক্রীড়াপাগল, এবং খেলাধুলাকে কতটা ভালোবাসেন, সে সম্পর্কে আমাদের কারোরই ধারণা নেই। আমরা যখন বিশ্বকাপ খেলতে যাই, তখন বাংলাদেশের সময় সম্ভবত ভোর। আমাদের বিজয় (আনামুল হক) ব্যথা পেল খেলতে গিয়ে। তিনি (প্রধানমন্ত্রী) তো অনেক ব্যস্ত। আমাদের চেয়ে অনেক বেশি কাজ করেন। আমি উনাকে প্রায়ই জিজ্ঞেস করি, আপনি সারাদিন এত কাজ কীভাবে করেন?’
বিসিবি প্রধান বলে যান, ‘উনি (প্রধানমন্ত্রী) সাথে সাথে আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, ‘ওর (বিজয়) কী হয়েছে’? আমি অবাক হয়ে বললাম, ‘আপনি এখনো জেগে আছেন’? উনি বলেন, ‘আমি খেলা দেখছি। বিজয়ের কী হয়েছে আমাকে জানাও’। আমি বললাম, ‘বিজয় তো সিরিয়াস ইনজুরড, সে আর খেলতে পারবে না। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।’ উনি বললেন, ‘তুমি কোথায়? এখনি ওর সঙ্গে হাসপাতালে যাও।’ আমি বললাম, ‘আমি বক্সে। আমাকে তো যেতে দেবে না।’ উনি বললেন, ‘তুমি এখনি গিয়ে অ্যাম্বুলেন্সে ওঠ।’ একজন খেলোয়াড় ব্যথা পেয়েছেন বলে তিনি অস্থির হয়ে গিয়েছিলেন। আমাকে বলছিলেন যে, আমি কেন যাচ্ছি না। আমাদের প্রধানমন্ত্রী এমনই ক্রীড়াপ্রেমী।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত