প্রেসক্লাবে বিএনপি নেতাকর্মীদের ঢল
জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘করোনা ও ডেঙ্গু হেল্প সেল’ এর উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ছোটছোট মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবে জড়ো হয় দলটির নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ফাউন্ডেশন জেড আর এফ ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগীতায় পরিচালিত এ হেল্প সেলের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত