করোনার টিকা না নেওয়ায় ৬০০ কর্মী বরখাস্ত
কোম্পানির টিকা নীতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় ৬০০ জনকে বরখাস্ত করেছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, আমরা নিশ্চিত করছি যে, করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়ার ব্যাপারে আমাদের যে প্রতিষ্ঠানিক বাধ্যবাধকতা রয়েছে, সেটি মানতে রাজি নন আমাদের ৫৯৩ জন কর্মী। আর তাই, তাদেরকে কোম্পানি থেকে ছাটাই করার প্রক্রিয়া আমরা শুরু করেছি।
আগস্টের শুরুতে প্রথম এয়ারলাইন্স হিসেবে অভ্যন্তরীণ সব কর্মীকে করোনার টিকা নেওয়ার জন্য বলে ইউনাইটেড এয়ারলাইন্স। গত সোমবার পর্যন্ত, টিকা যে নিয়েছে তার প্রমাণ দেওয়ার কথা ছিল কর্মীদের। এরপর গত মঙ্গলবার টিকা নিতে অস্বীকৃতি জানানোয় ৫৯৩ জনকে বরখাস্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রধান বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। সংস্থাটির সদর দফতর শিকাগোতে অবস্থিত। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটে আকাশপথে যাত্রীসেবা দিয়ে থাকে ইউনাইটেড।
বিবৃতির সঙ্গে যুক্ত থাকা একটি মেমোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন ওই বিমান সংস্থায় কর্মরত মোট কর্মীর তুলনায় ছাটাই হতে যাওয়া কর্মীদের সংখ্যা এক শতাংশেরও কম।
কোম্পানির একজন মুখপাত্র বলেন, আগামী কয়েক বছরে এয়ারলাইন প্রায় ২৫,০০০ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত