শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: নিক্সন চৌধুরী

| আপডেট :  ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০  | প্রকাশিত :  ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০

সোবাহান সৈকত সদরপুর (ফরিদপুর) থেকে: ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালি উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চতুর্থতলা ভবন উদ্বোধন উপলক্ষে আজ বিকাল ৪ ঘটিকার সময় ঢেউখালী উচ্চবিদ্যালয়ের মাঠে এক জনসভায় প্রধান অতিথীর ভাষণে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য, যুব লীগের প্রেসিডিয়াম সদস্য চৌধুরী মজিবর রহমান নিক্সন বলেন, দেশে করোনা মহামারীর কারনে উন্নয়নের ধারা সাময়িক ব্যাহত হলেও এখন থেকে সেই ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের সাধারন জনগনের মাঝে উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌছে দিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সদরপুরের দিয়ারা নারকেল বাড়িয়া ইউনিয়নে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুত পৌছে দেওয়া হয়েছে।

ঢেউখালী ইউনিয়িনের চেয়ারম্যান ওমর ফারুক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢেউখালী উচ্চবিদ্যালয়ের শিক্ষক সিদ্দীকুর রহমান।

অন্যানের মাঝে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা চেয়ার ম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, জেলা পরিষদ সদস্য হারিজুর রহমান, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাফর, যুব লীগ নেতা রাজু আহম্মেদ সহ অনেকে। বৈরী আবহাওয়া থাকা সত্বেও বিপুল সংখ্যক নেতা কর্মী বৃস্টি উপেক্ষা করে মিছিল সহকারে অনুষ্ঠান স্থলে যোগদান করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত