ভারতের পশ্চিমবঙ্গের তিনটি আসনে উপনির্বাচন কাল
ভারতের পশ্চিমবঙ্গের তিনটি আসনে উপনির্বাচন কাল। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। গত বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস জয় পেলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা ব্যানার্জি।সাংবিধানিক নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীত্ব টেকাতে তাকে ছয় মাসের মধ্যে কোন আসন থেকে নির্বাচিত হতে হবে।
২০১১ ও ২০১৬ সালেও ভবানীপুর থেকে বিধায়ক নির্বাচিত হন মমতা। সর্বশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোভনদেব চৌধুরী এই আসনে জয়ী হন। মমতা যাতে এই আসন থেকে উপনির্বাচন করতে পারেন সেজন্য বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন শোভনদেব। আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচন হচ্ছে সেখানে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত