স্কুলে ফেরার দাবিতে বিক্ষোভে তালেবানের গুলি

| আপডেট :  ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:১৪  | প্রকাশিত :  ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:১৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েকজন বিক্ষোভরত নারীদের ওপর তালেবান ফাঁকা গুলি ছুড়েছে বলে বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের পূর্বাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ের সামনে মেয়েদের স্কুলে ফেরার দাবিতে ছয়জন নারী জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন। কয়েকদিন আগেই আফগানিস্তানের স্কুলগুলো খুললেও মেয়েদের আসার ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি তালেবান।

এ সময় ওই নারীদের হাতে, ‘আমাদের কলম ভাঙবেন না, আমাদের বই পোড়াবেন না, আমাদের স্কুল বন্ধ করবেন না’ লেখা একটি ব্যানার দেখা যায়।

এরপর ওই নারীদের ছত্রভঙ্গ করে দেয় তালেবান। একজন বিদেশি সাংবাদিক ওই বিক্ষোভের দৃশ্য ধারণ করার সময় তাকে বাধা দেওয়া হয় এবং তাকে রাইফেল দিয়ে আঘাত করা হয় বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

এ সময় এক তালেবান সদস্য তার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে শূন্যে গুলি ছোড়েন বলে ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিক জানিয়েছেন।

পরে বিক্ষোভকারীরা স্কুলের ভেতরে আশ্রয় নেয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে তালেবান গার্ড মৌলভী নাসরাতুল্লাহ জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেননি।

তিনি বলেন, বিশ্বের সব দেশের মতো তাদেরও আমাদের দেশে বিক্ষোভ করার অধিকার আছে। কিন্তু তাদের বিক্ষোভ শুরুর আগে যথাযথ কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল।

এদিকে, ১৫ আগস্ট দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর তালেবান আগের কঠোর মনোভাব থেকে সরিয়ে আসার ঘোষণা দিয়েছিল। কিন্তু নারীদের স্কুলে ফেরা এবং কর্মক্ষেত্র ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞাসহ নারীদের প্রতি তালেবানের বিরূপ মনোভাব অব্যাহত হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত