যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়াল

| আপডেট :  ০২ অক্টোবর ২০২১, ০৬:২০  | প্রকাশিত :  ০২ অক্টোবর ২০২১, ০৬:২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। রয়টার্সের পরিসংখ্যানে এমন তথ্য জানা গেছে। করোনাবিষয়ক পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, আজ শনিবার বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা ৭ লাখ ১৮ হাজার ৯৮৪। আর শনাক্ত মানুষের সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪০৫।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রে বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরত মানুষকে সুরক্ষার জন্য টিকার বুস্টার ডোজ চালু করেছে দেশটির সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত সপ্তাহে প্রতিদিন দুই হাজারেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটছে। রয়টার্সের জনস্বাস্থ্যবিষয়ক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ সংখ্যা জানুয়ারিতে মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।

রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্র এখনো করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের দিকে দিয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ্বে করোনায় মোট শনাক্তের ১৯ ও মৃত্যুর ১৪ শতাংশই যুক্তরাষ্ট্রে ঘটেছে। অন্যদিকে, ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত মানুষের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে।

দ্রুত সংক্রমণশীল করোনার ডেলটা ধরনের কারণে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা আরও বেড়ে গিয়েছিল। তবে গত এক সপ্তাহের তথ্যের গড় বিশ্লেষণে দেখা গেছে, ওই সংখ্যা কমে গিয়ে বর্তমানে প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ১৭ হাজার ৬২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, এ সংকট শেষ হওয়া প্রয়োজন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত