জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকাল সোয়া ৯ টার দিকে মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৬৬ বছর। দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর জিয়াউদ্দিন আহমেদ বাবলুর করোনা শনাক্ত হয়। ওই দিন রাতেই তাকে প্রথমে ধানমন্ডির ল্যাবএইড ও পরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। তার মরদেহ এখন হাসপাতালেই রাখা আছে। জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জিয়া উদ্দীন আহমেদ বাবলু ২০১৪ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮০ সালে এরশাদ সরকারের আমলে তিনি ছিলেন জ্বালানি বিষয়ক মন্ত্রী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত