চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল কবে, কে কার মুখোমুখি?

নতুন ফরম্যাটে রোমাঞ্চের পসরা সাজিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ মৌসুম চলে এসেছে শেষ প্রান্তে। আর মাত্র বাকি আছে ৫টি ম্যাচ। এরপরই জানা যাবে নতুন এ মৌসুমের চ্যাম্পিয়ন কারা।
কোয়ার্টার ফাইনালের শেষ দুই লড়াই শেষে ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে এবারের আসরের সেমিফাইনালের লাইনআপ। সেমিফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আরেক সেমিতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা মুখোমুখি হবে ইতালির ইন্টার মিলানের বিপক্ষে।
চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে হবে সেমিফাইনালের প্রথম লেগ। দ্বিতীয় লেগ হবে মে মাসের ৬ ও ৭ তারিখে। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
২৯ এপ্রিল আর্সেনালের মাঠ এমিরটেসে খেলতে যাবে পিএসজি। পরের দিন অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে বার্সেলোনা।
আর ৬ মে দ্বিতীয় লেগে নিজেদের মাঠ সান সিরোতে বার্সার বিপক্ষে খেলবে ইন্টার মিলান। ৭ মে প্যারিসে পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল।
এক নজরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লাইনআপ ও সময়সূচি—
প্রথম লেগ:
ইন্টার মিলান বনাম বার্সেলোনা (২৯ এপ্রিল)
আর্সেনাল বনাম পিএসজি (৩০ এপ্রিল)
দ্বিতীয় লেগ:
বার্সেলোনা বনাম ইন্টার মিলান (৬ মে)
পিএসজি বনাম আর্সেনাল (৭ মে)
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত