আলজেরিয়া ও মরক্কোর কূটনীতিক উত্তেজনার মধ্যে তুর্কি ড্রোন প্রসঙ্গ

| আপডেট :  ০৩ অক্টোবর ২০২১, ০৬:২২  | প্রকাশিত :  ০৩ অক্টোবর ২০২১, ০৬:২২

মরক্কো ও আলজেরিয়ার মধ্যকার কূটনীতিক উত্তেজনার মধ্যেই নতুন করে তুর্কি ড্রোন প্রসঙ্গ যুক্ত হয়েছে। মরক্কো একটি বেসরকারি তুর্কি কোম্পানি থেকে নতুন করে কয়েকটি জঙ্গিড্রোন কেনায় দু’প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। সম্প্রতি আলজেরিয়া কর্তৃপক্ষ মরক্কোর সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছে।

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মরক্কো ১৩ বায়রাকতার টিবি-২ জঙ্গিড্রোন কিনেছে বলে জানিয়েছে ফার-মারোক। মরক্কোর সেনাবাহিনীর আনঅফিসিয়াল পেজ হলো ফার-মারোক।

ফার-মারোক বলেছে, এ ড্রোনগুলো কেনা হয়েছে মরক্কোর সেনাবাহিনীর অস্ত্র শক্তিকে আরো আধুনিক করতে। যাতে করে যেকোনো বিপদ ও সাম্প্রতিক শত্রুতার বিষয়ে সতর্ক থাকা যায়। সাম্প্রতিক সময়ে তুরস্কের বেসরকারি কোম্পানি বায়কারের সাথে চুক্তি অনুসারে ৭০ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে। এছাড়া কিছু মরক্কোর সেনা তুরস্কে গেছে ড্রোন চালানোর বিষয়ে প্রশিক্ষণ নিতে।

অপরদিকে আলজেরিয়ার কাছে বর্তমানে ছয় ধরনের ড্রোন আছে। এর মধ্যে চারটি আক্রমণকারী ড্রোনও আছে। মেনাডিফেন্স ওয়েবসাইট এসব তথ্য জানিয়েছে। এছাড়া আলজেরিয়ান কর্তৃপক্ষ চীনের এভিক কোম্পানি থেকে ২৪ উইংলুং-২ ড্রোন কিনেছে।সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত