বিমানের ঢাকা থেকে আবুধাবি ফ্লাইট আজ থেকে
ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে আজ রবিবার (৩ অক্টোবর) থেকে ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি। এছাড়া সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করা করবে বিমান। যাত্রীরা এ দুইটি রুটের টিকেট কিনতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
যাত্রীরা বিমানের যেকোনো সেলস্ অফিস, বলাকায় প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট কিনতে পারবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত