বিদেশি হস্তক্ষেপ বন্ধে সিঙ্গাপুরে নতুন আইন
দেশের মধ্যে বিদেশি হস্তক্ষেপ বন্ধে একটি আইন পাস করেছে সিঙ্গাপুর সরকার। সমালোচকরা এই আইনকে বিতর্কিত উল্লেখ করে ভিন্ন মত দমনের উদ্দেশ্যে আইনটি পাস করা হয়েছে বলে জানিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের পর সোমবার আইনটি পাস হয়। নতুন আইনের মাধ্যমে কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট সরবরাহকারীদের বিভিন্ন নির্দেশনা ও আদেশ দিতে পারবে। যাদের প্রতিপক্ষ মনে হবে তাদের কনটেন্ট ব্লক অথবা ব্যবহারকারীর তথ্যও সংগ্রহ করতে পারবে দেশটি।
সিঙ্গাপুরের সরকার বলছে, মারাত্মক হুমকি মোকাবিলায় এ ধরনের আইন প্রয়োজন রয়েছে। আইনটির মাধ্যমে সিঙ্গাপুরে যারা বিদেশি সংস্থার পক্ষে অর্থাৎ সরকারের বিরুদ্ধে যায় এমন তথ্য প্রচার করবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারবে বলে মনে করা হচ্ছে।
হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন এক বিবৃতিতে জানিয়েছেন, পাস হওয়া আইনটি কমিউনিটি অ্যাকটিভিস্ট, স্বাধীন গণমাধ্যম ও বিরোধী রাজনীতিবিদদের মানবাধিকারের বিপর্যয় ঘটাবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত