পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০

| আপডেট :  ০৭ অক্টোবর ২০২১, ০৮:৫২  | প্রকাশিত :  ০৭ অক্টোবর ২০২১, ০৮:৫২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আরও অন্তত দেড় শতাধিক আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে প্রদেশটির বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভূমিকম্পে ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে অচেতন ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পে দেওয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ ভূমিকম্প শেষে উদ্ধার অভিযান শুরু করেছে। ভূমিকম্পের ফলে অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।

স্থানীয় প্রশাসনের সিনিয়র কর্মকর্তা সুহেল আনোয়ার হাসমি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে তাতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর রয়েছে। উদ্ধারকাজ চলছে।

স্থানীয় কর্মকর্তারা বলেন, অন্তত ১৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেককেই গুরুত্বর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত