আফগানিস্তানে মসজিদে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৫০
আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটনা ঘটে। খবর বিবিসির। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স-এর সূত্রে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।
হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকারের প্রশাসন। অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো ফলাও করে এই খবর প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের খবরে জানিয়েছে, বিস্ফোরণে পর মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে রয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় জানিয়েছেন, গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে অনেক মুসল্লি হতাহত হয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি। স্থানীয় বাসিন্দরা সংবাদমাধ্যম এএফপিকে বলেন, জুমা নামাজের সময় মসজিদে বিস্ফোরণ ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে মসজিটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রাণালায়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তি। মসজিটিতেই অধিকাংশ শিয়া সম্প্রদায়ের মানুষ নামাজ পড়তেন। এ ঘটনায় এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত