বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মায়ের ইন্তেকাল
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মাতা বেগম আক্তার বানু ইন্তেকাল করেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সোহেলের মায়ের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতা-কর্মীরা। এ সময় হাসপাতালে গিয়ে সোহেলকে সান্ত্বনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।
শুক্রবার রাত সাড়ে ৯টায় হলি ফ্যামিলিতে নামাজে জানাজা শেষে মরহুমার লাশ রংপুরে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। শনিবার বাদ যোহর পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করা হবে।
এ দিকে বেগম আক্তার বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত