তাইওয়ানের সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার চীনের
এক বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের সঙ্গে পুনর্মিলন হবে। চীন অবশ্যই তা করবে। তাইওয়ানের সাথে পুনর্মিলন অবশ্যই হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করার ১১০তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট।
শি জিনপিং বলেন, আমি শান্তিপূর্ণ পুনর্মিলন চাই। এর জন্য দরকার একটি দেশ-দুটি ব্যবস্থা নীতির। যেমনটি চলছে হংকংয়ে। আমাদের মাতৃভূমির একত্রিকরণের সবচেয়ে বড় বাধা তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদ। এটি আমাদের জাতীয় পুনরুজ্জীবনের জন্য মারাত্মক বিপজ্জনক।
বিবিসি বলছে, দীর্ঘদিন ধরে চীন একটি দেশ-দুটি ব্যবস্থা নীতির বলে আসলেও বরাবরের মতো তা প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। দ্বীপটির দাবি, তাদের জনগণ চীনা পরিকল্পনার সঙ্গে একমত নয় তা স্পষ্ট জানিয়েছে। চীনকে বারবার আমরা অনুপ্রবেশ ও ধ্বংসযজ্ঞ থেকে বের আসার আহ্বান জানিয়েছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত